নতুন বছরে আসছে Samsung galaxy A72

  • Post category:Gadget
  • Post last modified:23/12/2020

Samsung galaxy A72 – ২০২১ সালের শুরুতেই নিজেদের গ্যালাক্সি এ সিরিজে নতুন স্মার্টফোন যোগ করতে চলেছে কোরিয়ান স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। নতুন ওই মডেলের নাম দেওয়া হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ৭২। কিছুদিন ধরেই এই স্মার্টফোনের একাধিক স্পেসিফিকেশন ফাঁস হয়ে চলেছে।

Samsung galaxy A72

নতুন স্যামসাং গ্যালাক্সি এ৭২ স্মার্টফোনে একটি কোয়াড-ক্যামেরা সেটআপ দেওয়া হচ্ছে, যার প্রাইমারি সেন্সর ৬৪ মেগাপিক্সেলের। পাশাপাশি নতুন এই গ্যালাক্সি ফোনটির জন্য ৪জি এবং ৫জি দুই ভ্যারিয়্যান্টসই দেওয়া হচ্ছে।

ফাঁস হওয়া বিভিন্ন সূত্রের তথ্য মতে, স্যামসাংয়ের এই মডেলেও পাঞ্চ-হোল ক্যামেরা থাকবে। সাথে ফোনের পেছনে থাকবে গ্লাস এবং একটি অ্যালুমিনিয়াম ফ্রেম। এছাড়া স্যামসাং গ্যালাক্সি এ৭২ হ্যান্ডসেটে একটি ৩.৫এমএম হেডফোন জ্যাক, একটি ইউএসবি সি টাইপ পোর্ট এবং নীচে থাকছে স্পিকার গ্রিলে। ফোনের ডিসপ্লে হতে চলেছে ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে।

আর আগে বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছিল, এই ফোনেই হয়তো প্রথমবারের মতো পাঁচ ক্যামেরা সেটআপ দিতে পারে স্যামসাং, কিন্তু তা হচ্ছে না। স্যামসাং গ্যালাক্সি এ৭২ মডেলে চারটি ক্যামেরাই থাকবে। গ্যালাক্সি ক্লাবের রিপোর্ট থেকে সেই বার্তাই পাওয়া গেছে।

নতুন এই ফোনটির মূল ক্যামেরা ৬৪ মেগাপিক্সেলের। এছাড়া এতে একটি ১২ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, একটি ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং আর একটি ৫ মেগাপিক্সেলের ডেপথ্ সেন্সর থাকছে।

নতুন বছরে গ্যালাক্সি এ সিরিজে আরও বেশকিছু স্মার্টফোন লঞ্চ করতে চলেছে স্যামসাং। এর মধ্যে রয়েছে গ্যালাক্সি এ৩২ এবং গ্যালাক্সি এ৫২। এই দুটি মডেলই ৫জি সাপোর্টেড হতে যাচ্ছে বলে জানা গেছে।

কোরিয়ান এই কোম্পানির পূর্ব নির্ধারিত প্ল্যান অনুযায়ী, ২০২১ সালের প্রথমেই লঞ্চ করতে পারে গ্যালাক্সি এ সিরিজের এই তিনটি ফোন। অন্যদিকে ১৪ জানুয়ারি গ্যালাক্সি এস২১ সিরিজ লঞ্চ করতে চলেছে স্যামসাং। এই ফ্ল্যাগশিপ সিরিজে গ্যালাক্সি এস২১, গ্যালাক্সি এস২১ প্লাস এবং গ্যালাক্সি এস২১ আল্ট্রা- এই তিনটি স্মার্টফোন থাকবে।

শিশুদের ডিজিটাল রাইটিং প্যাড – Digital writing pad

Digital writing pad – শিশুদের জন্য পরিবেশ বান্ধব ও রেডিয়েশন মুক্ত ডিজিটাল রাইটিং প্যাড বাজারে নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। যার নাম দেওয়া হয়েছে ‘মাইপেজ ডিজিটাল রাইটিং প্যাড’। যা বাচ্চাদের পড়াশুনার হাতেখড়িতে যোগ করবে অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়া। তাদের শিক্ষার শুরুটা হবে প্রযুক্তিনির্ভর। Digital writing pad ওয়ালটনের নতুন এই পণ্যটিতে রয়েছে স্ক্রাচ রেজিস্টান্ট […]

Samsung galaxy m12

samsung galaxy m12 – শিগগিরই বাজারে কম দামি স্মার্টফোন আনছে স্যামসাং। মডেল গ্যালাক্সি এম১২। সম্প্রতি এই ফোনটির তথ্য ও ছবি অনলাইনে ফাঁস হয়েছে। যুক্তরাষ্ট্রের সার্টিফিকেশন অথোরিটি এফসিসি লিস্টিংয়ে গ্যালাক্সি এম১২ দেখা গেছে। samsung galaxy m12 নতুন লিস্টিং থেকে জানা গেছে, গ্যালাক্সি এম১২ মডেলে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি থাকছে। এর আগে গুজব রটেছিল যে, এই ফোনে […]

Realme watch s pro

Realme watch s pro – শীঘ্রই বাজারে আসছে চীনা স্মার্টফোন কোম্পানি রিয়েলমির ওয়াচ এস প্রো। সম্প্রতি এ তথ্য জানা গেছে। সম্প্রতি জার্মানির বার্লিনে আইএফএ ২০২০ ইভেন্টে রিয়েলমি তাদের নতুন ওয়াচ এস প্রো প্রদর্শন করে। এ সময় এই ওয়াচের বিশেষত্ব সম্পর্কে রিয়েলমি বিস্তারিত কিছু জানায়নি। তবে এটা জানা গেছে ডিভাইসটি শিগগিরই বাজারে আসবে। Realme watch s […]

লাইফ কে সহজ করতে Symphony i 99

অনলাইন ক্লাস হোক বা অফিসের মিটিং এগুলোর জন্য মিনিমাম বড় ডিসপ্লে এবং ভালো মানের ক্যামেরার স্মার্টফোন দরকার হয়। যারা সাধ্যের মধ্যে সময়কে জয় করার নতুন গল্প লিখতে চান তাদের জন্য সিম্ফনির নতুন স্মার্টফোন সিম্ফনি আই৯৯। ২৮২ পিক্সেল ডেনসিটি এবং ৬.০৯ এইচডি প্লাস ভি নচ আইপিএস ডিসপ্লের এই হ্যান্ডসেটটিতে আছে লেটেস্ট এ্যান্ড্রয়েড ১০। ১.৬ গিগাহার্জ অক্টাকর […]

নতুন বছরে আসছে Samsung galaxy A72
Samsung galaxy A72